চিকিৎসক অভাবে বন্ধ বালুরঘাটের মাতৃসদন নার্সিংহোম, ক্ষোভ এলাকাবাসীর

0
170

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের কোপে চিকিৎসকের অভাবে দীর্ঘ আট মাসের উপর বন্ধ রয়েছে বালুরঘাট পুরসভা পরিচালিত মাতৃসদন নার্সিংহোম ।সেখানে নীল সাদা বাড়ি রয়েছে ঠিকই কিন্তু নেই চিকিৎসা পরিষেবা ,তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জেলাবাসীর ।

Balurghat Municipality | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের দাবি অবিলম্বে সুলভ পরিষেবা ফের চালু করুক বালুরঘাট পুরসভা । যদিও বালুরঘাট পুর প্রশাসকের দাবি, চিকিৎসকের সমস্যা মেটানোর প্রয়াস চলছে। চিকিৎসক পেলেই তারা ফের তা জেলাবাসীর জন্য খুলে দেবেন।

Balurghat municipality | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে বালুরঘাট পুরসভা পরিচালিত মাতৃসদন নার্সিংহোমে অত্যাধুনিক মেশিনের সাহায্যের জটিল অস্ত্রোপচারের পরিষেবা খুবই স্বপ্ল মূল্যে পাওয়া যেত বলে পুর নাগরিকদের দাবি। এখন তা বন্ধ হয়ে যাওয়ার সুযোগে চড়া দামে বে-সরকারি নার্সিংহোম গুলি অস্ত্রোপচার ও প্রসবের কাজ করছে।

বাম আমলে দক্ষিণ দিনাজপুর জেলায় চিকিৎসা পরিষেবার উন্নতি কল্পে বালুরঘাট পুরসভা নয়ের দশকে বালুরঘাট শহরে মাতৃসদন নার্সিংহোম স্থাপন করে।পূর্ণ পরিকাঠামো চালু করতে জেলা হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি নিজস্ব নার্স ও অন্যান্য কর্মীর প্রয়োজনীয়তা আস্তে আস্তে পূরণ করে ভালই চলছিল শহরের পুর চিকিৎসা পরিষেবা। জেলার মানুষও ধীরে ধীরে এর উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন।

আরও পড়ুনঃ পি কে-কে সাথে নিয়েই শিলিগুড়িতে প্রবেশ অভিষেকের

এমনকি এই সুন্দর চিকিৎসা পরিষেবা দেখতে একবার রাজ্যের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এই মাতৃসদন ঘুরে দেখে গিয়েছিলেন। কিন্তু মহামারি করোনার জন্য লকডাউন শুরুর পর থেকেই চিকিৎসকের অভাবে তা দীর্ঘ আট মাসের উপর বন্ধ রয়েছে ।

পুরকর্তৃপক্ষের দাবি, চিকিৎসকের সমস্যার জন্যই মাতৃসদন নার্সিংহোম বর্তমানে বন্ধ হয়ে রয়েছে। মূলত মাতৃ সদন নার্সিংহোমের এর কোন স্থায়ী চিকিৎসক না থাকার কারণেই এই সমস্যার সূত্রপাত ৷

আরও পড়ুনঃ একুশের ভোটের আগে কোচবিহারে নিজেদের শক্তি প্রদর্শন তৃণমূলের

মাতৃসদনে যে সমস্ত চিকিৎসকরা অস্ত্রপচার করত তারা অধিকাংশই বালুরঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক। করোনার প্রকোপে লকডাউন শুরু হতেই তাদের হাসপাতাল ছেড়ে বাইরের পরিষেবা দেওয়া দুষ্কর হয়ে পড়ায় মাতৃসদনের চিকিৎসা পরিষেবা ব্যহত হয় ৷ তাই বন্ধ রাখতে বাধ্য হয় পুরকর্তৃপক্ষ ।

যদিও বর্তমানে ওই একই চিকিৎসকরা বে-সরকারি নার্সিং হোমের সাথে অধিকাংশ যুক্ত থেকে চড়া দামে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন ৷ এদিকে চিকিৎসকের অভাব বন্ধ থাকার কারণ হিসেবে পুরকর্তৃপক্ষ দাবি করছে ,তা নিয়েও শহর জুড়ে জোর শোরগোল পড়েগেছে, শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । শহরবাসীর দাবি অবিলম্বে ফের চালু করা হোক মাতৃসদনের সুলভ মূল্যের চিকিৎসা পরিষেবা।

অপরদিকে বালুরঘাটের মহকুমা শাসক ও বালুরঘাট পুরসভার প্রশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, “মাতৃসদনে চিকিৎসকের বড় সমস্যা রয়েছে, চিকিৎসক পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য দফতরের সাথে কথা বলেছি, খুব শিগগিরই স্বাস্থ্য দফতরের তরফের চিকিৎসকের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ আশা করছি সমস্যার সমাধান এ বছরের শেষেই হয়ে যাবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here