মুখ্যমন্ত্রীর হুঙ্কারই সার, জলাশয় ভরাট করে নির্মাণ চলছেই

0
161

আলেক শেখ, কালনা :মুখ্যমন্ত্রী মঙ্গলবারই পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে হুঁশিয়ারি দিয়েছেন– কোন ভাবেই জলাশয় ভরাট বরদাস্ত করবো না | কিন্তু সেই পূর্ব বর্ধমানেই কোন কিছুকে তোয়াক্কা না করে জলাশয় ভরাটই নয়, তার উপর সমানে নির্মাণের কাজ চলছে | এমনই অভিযোগ উঠেছে এই জেলার কৃষিপ্রধান মহকুমা বলে খ্যাত কালনা মহকুমার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পুটশুড়িতে | এই পঞ্চায়েত সমিতি এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই দুই সংস্থাতেই ক্ষমতায় রয়েছে মুখমন্ত্রীর দল | অথচ মুখ্যমন্ত্রীর সব হুঁশিয়ারীকে উড়িয়ে দিয়ে এই পুটশুড়ির বহু ঘটনার সাক্ষী হাজরা পুকুরটি ভরাট করে নির্মাণের কাজ চলছে | দাগ নং ১৯১, জে এল নং ৬৫, মৌজা পুটশুড়ি খতিয়ানের পুকুরটির মালিক কয়েকজন |

সেই মালিকদের অন্যতম সঞ্জীব হাজরা বুধবারও মন্তেশ্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানিয়েছেন | তিনি বলেছেন– বেশ কয়েকজন মালিক গত জুন মাস থেকেই পুটশুড়ি-হালদী নপাড়া সড়কের পাশে অবস্থিত হাজরা পুকুরটি ভরাট করে নির্মাণ শুরু করেন | তারা হলেন–ময়না হাজরা, সবিতা হাজরা, সিবসঙ্কর গড়াই, খোকন কর্মকার, বাসু চৌধুরী, ব্যাপী চৌধুরী এবং ভাস্কর চৌধুরী | সেই সময়ই ব্লক ভূমি সংস্কার আধিকারিক তো বটেই কালনা মহকুমা প্রশাসনের বিভিন্ন অধিকারীককেও লিখিত অভিযোগ জানানো হয় | প্রশাসনিক পদক্ষেপ যখন শুরু হয়, তখন পুকুরের উপর নির্মাণের কাজ অনেকটাই করে ফেলেন অভিযুক্তরা | মন্তেশ্বর থানা ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে পুকুরটি পরিদর্শনে এসে কড়া নির্দ্দেশ দিয়ে যায় অভিযুক্তদের | কোন নির্মাণের কাজ তো করা যাবেই না , যেটুকু নির্মাণ হয়েছে তা নিজেদেরই ভেঙে নিতে হবে | সঞ্জীববাবুর আরো অভিযোগ সেই পরিদর্শনের দিনই অফিসারদের সামনেই অভিযুক্তরা আমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্ট করেছিল । কিন্তু কোন রকমে বেঁচে গেছি । তা সত্বেও জলাশয় ভরাটের বিরোধিতা করে থেকে পিছিয়ে আসিনি । অভিযুক্তরা সরকারি নির্দেশ অগ্রাহ্য করে আজও পুকুর ভরাট ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । মন্তেশ্বরের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানান আমি নতুন এসেছি । বিষয়টি খতিয়ে দেখছি । অভিযুক্তদের অন্যতম ভাস্কর দে সব অভিযোগ মেনে নিলেও আর নতুন করে নির্মাণ করা হচ্ছে না বলে জানান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here