তন্ময় মণ্ডল, আরামবাগঃ
গতকাল আরামবাগ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এক সভার আয়োজন করে বিজেপি। গোঘাটে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে আরামবাগ লোকসভায় এই সভা হয়।
এই সভাতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় ব্যানার্জি ও বিজেপি নেত্রী নাজিয়া এলাহী খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ-সহ আরও বিশেষ ব্যক্তিবর্গ।
এ দিন জয় বাবু বলেন, “দিদি আপনিও ব্যানার্জি, আমিও ব্যানার্জি। পলিটিক্সে আমি আপনার থেকে ছোট হলেও আমি আপনাকে চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গে এনআরসি হবেই হবে। টিএমসি সরকার এতদিন ধরে সাধারণ মানুষের যে টাকা আত্মসাৎ করেছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের সেই সব টাকা টিএমসির পাকস্থলী থেকে টেনে বের করে আনবে।”
আরও পড়ুনঃ এনপিআর-এনআরসি, আদমশুমারি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
নাগরিকত্ব সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতি অনুসারে আইনে পরিণত হয়েছে। আর ঠিক তারপর থেকেই সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে।
বিজেপি সরকার এই নাগরিকত্ব সংশোধন আইনকে সমর্থন করে মাঠে নামলেও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্য নতুন নাগরিকত্ব আইন মানবে না বলে জানিয়েছে। সুপ্রিম কোর্টে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনও ফাইল করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584