পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
এনআরসি আতঙ্কে এ রাজ্যে একজনেরও মৃত্যু ঘটেনি। রাজ্যের শাসকদল ও কিছু রাজনৈতিক দল এই মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রত্যেকটি ঘটনাই অভাব অনটন, সাংসারিক বিবাদের জেরে ঘটেছে। আমরা নজর রেখেছি এই বিষয় নিয়ে। আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে এই রাজ্যে। মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এখানে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে উত্তর দিনাজপুর জেলায় এসেছেন রাহুল সিনহা। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল বাবু। এনআরসি, আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে।
এদিন আয়ুষ্মান প্রকল্প নিয়েই মন্তব্য করে বলেন, এই প্রকল্প থেকে কাটমানি খেতে পারবে না তৃণমূল নেতারা। তাই রাজ্য সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করতে দিচ্ছে না।
গরু ও সোনা প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, বিতর্ক হচ্ছে। বিতর্কের মাধ্যমেই গঠনমূলক কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। খাদ্যের মধ্যে উৎকৃষ্ট দুধ ও ধাতুর মধ্যে উৎকৃষ্ট সোনা। তাই সোনা সম ক্ষমতা দুধের মধ্যে আছে বলেই পানীয় বা খাদ্যের তালিকায় দুধকে মানুষ রেখেছে। বিজ্ঞানীরাও এই নিয়ে মতামত দিতে শুরু করেছেন। রাহুল বাবু আরও বলেন, “যারা কোনও কিছুই সহ্য করতে পারেনা, তারাই মনে করে আমি যেটা জানি তার বাইরে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে সে অপদার্থ, অযোগ্য, অশিক্ষিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584