বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ব্যস্ততম শহর শিলিগুড়ি। আর তাই ফুটপাত দখল করে চলেছে ছোট ছোট ব্যবসায়ীরা। যার কারনে প্রতিনিয়ত পথ চলতি সাধারণ মানুষ সমস্যায় পরেছেন। তাই শনিবার নিজেই ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এদিন তিনি ফুটপাতে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেন। এর পাশাপাশি জানিয়ে দেন যে কাউকে উচ্ছেদ করা হবে না। কিন্তু ফুটপাত দখল করা যাবে না। তিনি শিলিগুড়ির কাচারী রোড,হিলকার্ট রোড ঘুরে দেখেন। এবং দোকানদারদের সঙ্গে কথাও বলেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শ্রম নীতির বিরুদ্ধে আইএনটিটিইউসির গেট মিটিং চা বাগানে
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর রঞ্জন সরকার, নান্টু পাল সহ প্রশাসনের আধিকারিকরাও। যদিও ছোট ছোট ব্যবসায়ীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা কাথায় যাব গরীব মানুষ। বহুদিন থেকেই এইভাবেই ব্যবসা করে আসছি আমরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584