শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার সারা রাজ্য জুড়ে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই অনুষ্ঠিত হয় “বাংলার গর্ব মমতা”। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা ভিত্তিক বাংলার গর্ব মমতা অনুষ্ঠানটির সূচনা হলো এদিন বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার চেয়ারম্যান শংকর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার, বালুরঘাট বিধানসভার কনভেনার সুভাষ চাকিসহ অন্যান্য তৃণমূল নের্তৃত্ব।
আরও পড়ুনঃ দোল উপলক্ষে বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব
এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গর্ব মমতা অনুষ্ঠানের উদ্দেশ্য কি, এবং কিভাবে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584