নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মালদার নারায়ণপুর চরে পৌঁছলো জেলা প্রশাসনের এক ঝাঁক কর্তা।চরে বসবাসকারী পরিবার গুলির হাতে তুলে দেওয়া হলো একাধিক সামগ্রী।পরনের পোশাক-চাদর-কম্বল-পড়াশোনার সামগ্রী সহ একদিন ব্যাপি চললো স্বাস্থ্য পরিষেবা প্রদান।সরকারি একাদিক পরিষেবা পেয়ে খুশি মালদার মানিকচক ব্লকের অন্তর্গত পিছিয়ে পড়া নারায়ণপুর চরের মানুষ।
মালদার মানিকচক ব্লকের অন্তর্গত নারায়ণপুর চর।যার চারিদিকে নদী মাঝে গজিয়ে ওঠা দ্বীপ।অত্যন্ত পিছিয়ে পরা এই চড়ে প্রায় তিনশো পরিবারের বসবাস।এদিন এই চরে পাছায় জেলা প্রশাসনের কর্তারা।ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)অশোক মোদক,মানিকচক বিডিও সুরজিৎ পন্ডিত,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্তারা।এদিন চর বাসীর জন্য স্বাস্থ্য ক্যাম্প করা হয়।প্রসূতি ও শিশুদের টিকাকরণ, বার্ধক্যজনিত সমস্যা সহ শরীরের নানান রকম পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়।পাশাপাশি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত চর বাসীদের খাওয়া ও পরনের পোশাক বিলি করা হয়।শিশুদের পড়াশোনার সামগ্রী সহ জামা প্যান্ট ফ্রক, মহিলাদের শাড়ি,পুরুষদের ধুতি লুঙ্গি সহ ব্যবহারের চাদর,কম্বল,ত্রিপল সহ একাধিক সামগ্রী প্রতিটি চর বাসীর হাতে তুলে দেন সভাধিপতি ও অতিরিক্ত জেলাশাসক।এছাড়াও চরবাসীর নানান অসুবিধা অভিযোগ শোনেন প্রশাসনের কর্তারা।নদীপথে যাতায়াতের জন্য নির্ধারিত নৌকোর দাবি করেন স্থানীয়রা।
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)অশোক মোদক বলেন,”এই চরের মানুষ অত্যন্ত পিছিয়ে পড়া।আমরা প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধি,শিক্ষার প্রসার,এলাকার সার্বিক উন্নয়ন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।তাঁরই অঙ্গ হিসেবে সদলবলে হাজির হয়েছি।
আরও পড়ুনঃ বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে পথ অবরোধ
এপ্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন,এই চরের মানুষের নানান সমস্যা রয়েছে।সমস্ত দিক আমরা উন্নত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।যাতায়াতের জন্য নির্ধারিত নৌকার দাবি রয়েছে।যা শিগ্রই পূরণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584