অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল নেতাকে । ধৃত ব্যক্তি হলেন গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকির অডিও ক্লিপ সরানোর অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে ।
আরও পড়ুনঃ কৃষক বিরোধী বিলের প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ
এ ব্যাপারে অভিযুক্ত নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন যে, “অনুব্রত মন্ডল, স্ত্রীর চিকিৎসার জন্য আমার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিলো ৷ সেই টাকা ফেরত চাওয়ায় আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জামার কলার ধরে টাকা আদায় করব, কেষ্ট মণ্ডল একটা ডাকাত “৷
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে আক্রান্ত জেলা পরিষদের সদস্য
কেষ্ট মণ্ডল কি করে রাতারাতি সম্পত্তি বাড়ালো এবং কি করে তার মেয়ে একসাথে দুটো চাকরি পেল তাই নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্ত তৃণমূল নেতা। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বা প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584