নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদঃ
জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে নিউ হাউস নগর এলাকার একটি বাড়ি থেকে মোর্তুজা শেখ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।

জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ওয়াই রঘুবংশী জানান, গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ গতকাল বিকেল নাগাদ তার বাড়িতে হানা দেয় এবং তার কাছ থেকে ৯০০০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

ধৃত ওই ব্যক্তি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েই তার সম্পত্তিও অনেকই বাড়িয়েছে বলে জানা গেছে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে জঙ্গিপুর জেলা পুলিশ।
আরও পড়ুনঃ কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩
ওই ধৃত ব্যক্তির সঙ্গে কে বা কারা যুক্ত আছে পাশাপাশি বাংলাদেশে কোন এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার হয় সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। ধৃত ব্যক্তিকে সাতদিনের রিমান্ডে নেওয়া হবে বলেও জানান জঙ্গিপুর পুলিশ জেলার এসপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584