নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বাইক চালিয়ে দিল্লি থেকে মালদহে ফেরত আসা আরোহী করোনায় আক্রান্ত হলেন। নিজের গ্রামে না ফিরে ভর্তি হলেন হাসপাতালে।
বৃহস্পতিবার সকালেই ওই যুবক মালদহ ফিরে মেডিক্যালে ফ্লু ক্লিনিকে ভর্তি হয়ে যান। বিকালে দিল্লি থেকে ফ্যাক্স মারফত মালদহ স্বাস্থ্য দফতর জানতে পারে তাঁর করোনা আক্রান্তের কথা। এনিয়ে বৃহস্পতিবার মালদহে করোনা সংক্রমনের সংখ্যা দাঁড়াল ১৮ জন।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু ১ মহিলার
তাঁকে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক চাঁচল-১ নম্বর ব্লকের গালিমপুরের বাসিন্দা। তিনি দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। চলতি মাসের ৫ তারিখ দিল্লিতে তাঁর জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় সেখানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়।
তবে পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি বাইক নিয়ে রওনা দেন। পাঁচদিন বাইক চালিয়ে আজ ভোরে মালদহে পৌঁছোন। নিজের গ্রামে না ফিরে সোজা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584