নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অকালে চলে গেলেন মাদারিহাট বীরপাড়া ব্লকের বিজেপির ১৮ নং মণ্ডলের সহ সভাপতি বিপ্লব রায়। এলাকায় তিনি কমল রায় নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ছিলেন মধ্য ছেকামারি গ্রামের বাসিন্দা।
বিজেপির জেলা কমিটির সদস্য লক্ষ্মীনাথ রায় জানান, বিপ্লববাবু দু’তিন দিন ধরে শ্বাসকষ্টেও ভুগছিলেন। শনিবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, সায়ন্তনের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের
মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা সহ সভাপতি রাম বিলাস গোয়েল, বিধায়ক মনোজ টিগগা সহ অসংখ্য বিজেপির কর্মী সমর্থক। এদিন রামবিলাস গোয়েল বলেন, “আমরা একজন নিষ্ঠাবান কর্মীকে হারালাম। তার মৃত্যুতে সমগ্র ব্লক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584