নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিবারের সঙ্গে দেখা করতে করোনা হাসপাতালে থেকে পালিয়ে পুলিশের হাতে আটক হলেন এক আক্রান্ত। পুলিশ তাঁকে ফের হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের বালুয়াটোলা গ্রামে। জানা গেছে, গত রবিবার মহিষবাথানির বালুয়াটোলার নাপিতপাড়ার এক পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়ে।
সেই রাতেই তাঁকে পুরাতন মালদহের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি আক্রান্ত যুবকের স্ত্রী সমেত তাঁর সংস্পর্শে আসা ৩৬ জনকে মহিষবাথানির একটি স্কুলের আইসোলেশন সেন্টারে রাখা হয়। যদিও সোমবার গভীর রাতে করোনা হাসপাতাল থেকে সকলের নজর এড়িয়ে পালিয়ে যান ওই যুবক।
আরও পড়ুনঃ বীরভূম জেলাপ্রশাসনের আমপান বৈঠক
মহিষবাথানির বালুয়াটোলায় নিজের গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তিনি। তাঁর স্ত্রী রাতের অন্ধকারে আইসোলেশন সেন্টার থেকে বেরিয়ে চলে আসেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে তাঁকে আটক করে ফের হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584