নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আবারও পথদুর্ঘটনায় মৃত একজনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাদাতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা যাওয়ার পথে কেমিক্যাল ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।

এই ঘটনায় চায়ের দোকানে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সোমনাথ খিলাড়ি, বয়স আনুমানিক ৩০ বছর।
আরও পড়ুনঃ দোকান নিয়ে বচসার জেরে খুনের চেষ্টা ব্যবসায়ীর

এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে খড়গপুর গ্রামীণ থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে ঘাতক গাড়িটির চালক ও খালাসী পলাতক। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সমীর ঘোষ জানায়, কেমিক্যাল বোঝাই লরির চাকা বাস্ট হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। সেই সময় দোকানে আরেকজন ছিলেন তিনি কোন ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584