নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ফের রায়গঞ্জে করোনায় আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক। শুক্রবার রাতে তাঁকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ব্যক্তির বাড়ি রায়গঞ্জ ব্লকের পকোম্বা গ্রামে।
এক আত্মীয়ের সঙ্গে গত ১৩ জুন দিল্লি থেকে ফিরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লালারসের নমুনা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে তার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কোভিড হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুনঃ কাজ জুটছেনা, দিল্লি ফিরে গেলেন রায়গঞ্জের শ্রমিকরা
পরিবার সূত্রে খবর, ৫০ বছর বয়সেও ওই ব্যক্তি দিল্লিতে শ্রমিকের কাজে কর্মরত ছিল। লকডাউনে সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িতে ফিরে এসেছেন। এই ঘটনায় পকোম্বা গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। তবে জেলা স্বাস্থ্য দফতর এলাকার বাসিন্দাদের অকারণে আতঙ্কিত হতে নিষেধ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584