নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
খড়গপুর আইআইটির এক ছাত্র করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হল হোস্টেল। লকডাউনের কারণে সমস্ত ছাত্রকে ৩০ জুনের মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলে আইআইটি কর্তৃপক্ষ ।কয়েকজন ছাত্র হোস্টেলেই থেকে যান। তাদের মধ্যেই ১ জন কোভিড পজিটিভ হয়েছে বলে জানা গেছে।
আক্রান্ত ছাত্রকে কলকাতায় পাঠানো হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে হোস্টেলের রুমগুলি।কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত পড়ুয়া এখনও ক্যাম্পাসে রয়েছেন তাঁদের ২৩ অগাস্টের মধ্যে হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে।কবে হোস্টেল খোলা হবে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি।
আরও পড়ুনঃ ৬৩ দিনের খুদের কাছে পরাস্ত করোনা! খুশি চিকিৎসকরা
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ২-৩ মাস সময়ও লেগে যেতে পারে। তবে নতুন সেমিস্টারে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকেই। বাড়িতে বসেই পড়ুয়ারা অনলাইন ক্লাস করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584