বিজেপি মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

0
41

মনিরুল হক, কোচবিহারঃ

বাড়িতে দলীয় বৈঠক করায় এক বিজেপির মহিলা কর্মী ও তার দুই মেয়েকে মারধোর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩৫ নম্বর বুথে ওই ঘটনাটি ঘটেছে।

Hospital | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনায় আহত মা ও দুই মেয়েকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এদিন সকালে কোচবিহার জেলার বিজেপির সহ সভাপতি শিখা বসাক তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বিজেপির আহত মহিলা কর্মী ও তার দুই মেয়েকে দেখতে যান।

আরও পড়ুনঃ হাসপাতাল ভবনের সামনে পড়ে ব্যবহৃত পিপিই কীট

হামলার শিকার ওই বিজেপির মহিলা সদস্যা মমতা বর্মণ বলেন, “আমি বিজেপির একজন সক্রিয় মহিলা কর্মী। গতকাল সন্ধ্যায় আমার বাড়িতে অন্যান্য কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠক শেষ হলে সবাই ফিরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ২০/২৫ জনের গুন্ডা বাহিনী এসে বাড়িতে চড়াও হয়।

আমাকে ও আমার দুই মেয়েকে মারধোর ও শ্লীলতাহানি করা হয়। আমার ছোট মেয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে জ্ঞান হারিয়ে ফেলে সে। ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা দলকে জানিয়েছি। থানাতেও অভিযোগ করব।”

আরও পড়ুনঃ একশো দিনের কাজ না পাওয়ায় আন্দোলন মাথাভাঙায়

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা তথা তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন সাহা বলেন, “ওই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। বিজেপিতে এখন গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে। বৈঠক করতে গিয়ে সেরকম গোষ্ঠী কোন্দলের জেরেই ওই ঘটনা ঘটে থাকবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here