সুদীপ পাল,বর্ধমানঃ
মশাবাহিত অন্যতম রোগের নাম ডেঙ্গি।সেই ডেঙ্গি প্রতিরোধ করতে জেলা প্রশাসনকে ঠিক মত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব বিনোদ কুমার।
মশাবাহিত এই রোগ প্রতিরোধ করতে নির্দিষ্ট কর্মসূচি পালন করা এবং গাপ্পি মাছ ছাড়ার ব্যবস্থা কিভাবে করা হবে সে বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথাও বলেন তিনি।
পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন,ডেঙ্গি প্রতিরোধ নিয়ে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য,গত কয়েকবছরে ডেঙ্গি রোগে মৃত্যুর প্রধান কারন হিসাবে দেখা যাচ্ছে রক্তে ‘প্লেটলেট’-এর হ্রাস। যাঁদের ডেঙ্গি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে জীবাণুটি শরীরে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরি করতে সময় নিচ্ছে।যতক্ষনে এ্যান্টিবডি তৈরি হচ্ছে ততক্ষনে ওষুধের প্রভাবে জ্বর সেরে যাচ্ছে।
আরও পড়ুনঃ বর্ষার আগেই ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বিশেষ সেমিনার
এবার এই এ্যান্টিবডিগুলো জীবাণুকে আক্রমণ করছে।আর তাতেই ‘প্লেটলেট’গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু কারোর ক্ষেত্রে এই ভাঙার মাত্রা এতোই বেশি হয় যে তার ফল মৃত্যু হয় রোগীর। সাধারণ মানুষরা বলছেন, জেলা প্রশাসন প্রথম থেকেই যদি সতর্ক হন তাহলে ডেঙ্গি প্রতিরোধ ব্যবস্থা পূর্ণভাবে সফলতা লাভ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584