মনিরুল হক, কোচবিহারঃ
কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন সমূহের আহ্বানে আগামী ৮ জানুয়ারী দেশ ব্যাপী ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই ধর্মঘটের স্বপক্ষে প্রচার শুরু হয়েছে এরাজ্যেও। শুক্রবার কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় পথসভা করে জনমত গড়ে তুলতে কর্মসূচি গ্রহণ করে বাম সংগঠনগুলি।
বাম নেতৃত্বের দাবি এনআরসি ও সিএএ-র নামে গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার।
এছাড়াও তাঁদের অভিযোগ, দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেবার চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি আজ দেশকে অনেকটা পিছিয়ে দিয়েছেন বলে দাবি করছেন বাম নেতারা। জনবিরোধী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে বাম নেতারা জানান।
আরও পড়ুনঃপর্যটক টানতে সেজে উঠেছে গঙ্গারামপুর কালদিঘী পার্ক
তাঁদের দাবি সংবিধান বিরোধী ধর্মের ভিত্তিতে করা নাগরিক সংশোধনীর আইন বাতিল করতে হবে। পরিবহণ সংশোধনীর আইন ২০১৭ বাতিলের দাবি জানায় তাঁরা। সমকাজের সমবেতন ও শ্রমিকদের নূন্যতম মজুরি ২১০০০ টাকারও দাবি করা হয়। এদিনের বন্ধের সমর্থনে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন সিটুর সম্পাদক জগৎজ্যোতি দত্ত, টিইউসিসি নেতা দীপক সরকার প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584