সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
অনাথদের ভাইফোটার আয়োজন করল নোদাখালি থানা ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ।শতাধিক অনাথ সহ পুলিশকর্মীদের নিয়ে এই আয়োজন।

যম রাজের বোন যমুনা তার দাদা অর্থাৎ যম রাজাকে ভাই ফোঁটা দেয়।আর স্বয়ং মহামায়া বা মহা শক্তির কাছে প্রার্থনা করে যে, তার দাদা যম রাজার কোন বিপদ না হয়।সকলে সংকটের সমাধান করতে পারে।আর যে সকল দাদা বা ভাইয়ের দিদি বা বোন নেই আর যে সকল দিদি বা বোনদের দাদা বা ভাই নেই।এমনকি ভাই বাবা মা নেই যারা অবহেলিত লাঞ্ছিত হয়ে বড় হচ্ছে এই সমাজের বুকে যাদের আহা বলার কেউ নেই সেই অনাথ দের।সেই সমস্ত পিতা মাতা হারা — ছেলে ও মেয়েদের নতুন আঙ্গিকে বাঁচার আলো দেখালো ডায়মন্ড হাবরার জেলা পুলিশের অন্তর্গত নোদাখালি থানার আইসি সহ বিভিন্ন পদাধিকারি অফিসারেরা।

ভাই ও বোনদের ভ্রাতৃ দ্বিতীয়া মাধ্যমে।ভাইয়েরা বোন বা দিদি খুঁজে পেল,এই ভ্রাতৃ দ্বিতীয়া বন্ধনের মধ্য দিয়ে।অনাথ শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।কেউ ফিরে পেল ভাই দাদা। ।কেউ বা দিদি বা বোন।একই সুতো বাধা পড়ল কয়েক’শ শিশুর মন।বোনেরা যেমন ভাইয়ের কোলের কাছে পাঁচ রকমের মিষ্টি ও ফল দেয় । আর দুপুরের পাঁচ রকমের বেঞ্জন তুলে দেয়।

ঠিক তেমনি ভাবে তুলে ধরে এই সকল মাতা পিতা হারা ছেলে মেয়েরা কিন্ত মা বাবা অনাথ শিশুদের ভ্রাতৃদ্বিতীয়া হয় দক্ষিণ ২৪ পরগণার গ্রামের প্রত্যন্ত এলাকার নোদাখালি থানায় মণ্ডপ করে নোদাখালি থানার থেকে একটা নতুন বার্তা দিতে চাইলো যে — মাতা পিতা হারা শিশুরা যাতে নিজেদেরকে একা না ভাবে।তারা ভাবে যে পুলিশ দাদা আছে,মেয়েদের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব আর ছেলেদের মধ্যে ভগিনী সুলভ মনোভাব জন্মায় তারই জন্য এই প্রয়াস। ৩৬৫ দিন সকলের জন্য যারা চিন্তা করে,বাড়ি ঘর ছেড়ে আত্মীয়দের ছেড়ে থানা কে নিজেদের ঘর মনে করে।সকল কষ্ট কে ভুলে পরে থাকে।

সেই সকল মহিলা কনস্টেবলরা জানান তাঁরা তাদের যে ভাই ও পুলিশ কনস্টেবেলের তারা তাদের বোন কে ফিরে পেলো এই ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে ।
আরও পড়ুনঃ সৌভ্রাতৃত্বের অটুট মেলবন্ধনে দীর্ঘ ৩৮ বছর ধরে পালিত হচ্ছে সম্প্রীতির ভাইফোঁটা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584