নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের কারণে ইতিমধ্যেই ডিজিটাল বা ও টি টি প্ল্যাটফর্মে হাজির বেশ কয়েকটি ছবি। কারণ, অনেকদিন আগেই সেগুলো মুক্তি পাওয়ার কথা। তবে, পরিস্থিতির কড়া আঙুলে তা স্থগিত রাখা হয়েছে। কিন্তু নির্মাণের সময়ে ছবিগুলির জন্য বহু টাকা ব্যয় করা হয়েছে, সেগুলি না উঠে আসলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা সংস্থাগুলি। সেই কারণেই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, শুটিং শুরু হয়নি এখনও। আজ মিটিং-এর পর জানা যাবে ঠিক কবে থেকে শুরু হতে পারে শুটিং। শুটিং শুরু হলেও মাত্র ৩৫ জনের ইউনিট নিয়ে চলবে কাজ। অন্যান্য সময়ে যেখানে থাকে ৬০-৭০ জন। সেখানে মাত্র ৩৫ জন কী ভাবে সামলাবে ফ্লোর? প্রশ্ন উঠছে বারবার। পাশাপাশি আরও একটি প্রশ্ন ঘুরে ফিরে উঠছে নানা মহল। তা হলে কি এর পর থেকে সব ছবিই মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে? হলে গিয়ে ছবি কি আর সিনেমা দেখা হবে না? এহেন প্রশ্ন উঠেছিল যখন কেবল এসেছিল ঘরে ঘরে। কিন্তু সিনেমা হল কি তাতে ব্যস্ততা হারিয়েছে? একেবারেই না। সে আছে তার নিজের জায়গায় মাথা উঁচু করে। এই প্রসঙ্গে নিউজফ্রন্ট বাংলার অনুরোধে কিছু বক্তব্য রাখলেন নবীন পরিচালক অর্ঘদীপ চ্যাটার্জি।
তাঁর কথা অনুযায়ী, “ও টি টি শুধু কোভিড-১৯ এর জন্যই এসেছে তেমনটা তো নয়। মানুষ অনেক ভাল ভাল গল্পনির্ভর ছবি ওটিটি প্ল্যাটফর্মে দেখেন হৈচৈ, নেটফ্লিক্স, আড্ডা টাইমস, অ্যামাজন প্রাইম-এ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় পর্দার জন্য নির্মিত ছবিগুলি মুক্তি পাচ্ছে ও টি টি-তে। আর তাতেই প্রশ্ন উঠছে নানারকম। আমি বলব ও টি টি এবং সিনেমা হল দুটি আলাদা শিবির নয়। দুটিতে দুই রকমের সুবিধা-অসুবিধা আছে। ও টি টি- তে ইচ্ছেমতো বিষয় নিয়ে কাজ করা যায়। সেখানে সেন্সরের কাঁচি থাকে না। নিজে ছবিটি বানিয়ে ভাল-মন্দ বিচার করে এডিট করে ছেড়ে দিলেই হল।
আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবসে আসছে ‘ওয়াইল্ড কর্ণাটক’
ইনডিপেন্ডেন্ট পরিচালকদের জন্য আদর্শ এই জায়গা। নিজের ভাবনা স্বাধীনভাবে বলার আদর্শ জায়গা ও টি টি। বহু মানুষের কাছে নিমেষের মধ্যে পৌঁছে যায় ও টি টি প্ল্যাটফর্মের ছবি। একসঙ্গে বহু দেশের মানুষ একইদিনে দেখতে পারেন কোনও ছবি। হলে কোনও সিনেমা রিলিজ করাতে হলে নবীন পরিচালকদের অনেক ইফস অ্যান্ড বাটস-এর মুখোমুখি হতে হয়। বড় ব্যানারের ছবি ছোট ব্যানারের ছবি মুক্তির দিনই মুক্তি পেলে শো টাইম নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। অপেক্ষাকৃত ছোট ব্যানারের ছবিটি বিষয়বৈচিত্রে অনন্য হলেও যোগ্য জায়গা পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে ও টি টি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সুবিধা রয়েছে।
আরেকদিকে, সিনেমা হলে থুড়ি বড় পর্দায় ছবি মুক্তি পাওয়ানো নিয়ে স্বপ্ন দেখেন যে কোনও পরিচালক। অস্বীকার করার উপায় নেই, বড় পর্দা হল ক্লাসিক, অথেন্টিক এবং অর্গ্যানিক ফরম্যাট। এই প্ল্যাটফর্মে ছবি দেখার মজাই আলাদা।
প্রত্যেকটি মানুষ বড় পর্দায় দেখতে চান ছবি। এর একটা আলাদা চাহিদা আছে। আমি মনে করি, দুটিরই যখন আলাদা আলাদা রকমের সুবিধা আছে তখন দুটিই সমান গুরুত্বপূর্ণ, সমান আদরের। সাময়িকভাবে ও টি টি প্ল্যাটফর্মে আসছে বড় পর্দার জন্য নির্মিত ছবিগুলি। করোনার প্রকোপ কমে লকডাউন উঠলেই ফের সিনেমা হলে মুক্তি পাবে ছবি। কিন্তু ও টি টি তার নিজের জায়গায় বহাল থাকবে। সুতরাং কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, ওটিটি এবং সিনেমা হল দুটি আলাদা শিবির নয়। বরং একে অপরের পরিপূরক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584