আমাদের কথা

0
103

মুখবন্ধ জরুরি এবং প্রয়োজনীয় দায়িত্ব।সেই দায়িত্ববোধ থেকেই এই সম্পাদকীয়। ‘নিউজফ্রন্ট’ ওয়েব নিউজ পোর্টাল।এক বছরের কিছু বেশী সময় ধরে সংবাদ পরিবেশন করে চলেছে।বর্তমানে পশ্চিমবঙ্গের পনেরোটি জেলায় আমাদের দক্ষ সাংবাদিকদের সংগৃহীত সংবাদ,এ রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বদের বিভিন্ন বিষয়ের উপর রচিত নিবন্ধ প্রবন্ধ,আমাদের দক্ষ কর্মীদের নিরলস প্রচেষ্টায় আমরা প্রকাশ করে চলেছি।কিন্তু একটি সংবাদমাধ্যম পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতার অভাব ছিল আমাদের।এখন আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আমাদের ঘোষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলতেই এই আত্ম স্বীকারোক্তি।

শুরুর শুরু সমাপন করে পথ চলার হল সূচনা।সময় এগিয়ে চলে নিজের গতিতে।সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে প্রযুক্তি।বর্তমান সময়ে প্রযুক্তির চাহিদা মেনে সংবাদ পরিবেশনের নব মাধ্যম ইন্টারনেট।পূর্বের প্রিন্ট মিডিয়া বেতার বা দূরদর্শন বর্তমানের ইন্টারনেট মাধ্যমের চাপে কিছুটা হলেও পশ্চাৎ অপসারণ করেছে।এই মাধ্যমের ভবিষ্যৎ পর্যালোচনাকে পাশ কাটিয়ে একথা বলা চলে যে,নতুন প্রজন্ম তাঁদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহে নব মাধ্যমেই ভরসা রাখছে।ফলে সংবাদ মাধ্যমকেও কালের প্রয়োজনের দাবীকে সামনে রেখে এই মাধ্যমে সংবাদ পরিবেশনে ব্রতী হতে হয়েছে।নিউজফ্রন্টও সেই পথের পথিক।

যোগাযোগের এই যুগান্তকারী সময়ে সংবাদ নিয়ে মানুষের মনে সন্দেহের সুবিপুল অবকাশ এই যে,’সত্যি তো?’।পোস্ট ট্রুথ সময়ের বাসিন্দা আমরা।সাজানো ঘটনা আর সত্যি ঘটনার দ্বন্দ্বে বিদীর্ণ সমাজ মনন।এই সমস্যা আর সন্দেহের বাতাবরণে দাঁড়িয়ে সঠিক এবং সত্য সংবাদ পরিবেশনের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে নিউজফ্রন্ট।সব ধরনের ফরমায়েশি সংবাদের বিরুদ্ধে নিউজফ্রন্ট এক ব্যতিক্রমী দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর।

পণ্যায়িত ভুবনে সংবাদও পণ্য,কিন্তু বাণিজ্যিক চাহিদা পূরণ করতে গিয়ে নামী প্রতিষ্ঠিত সংবাদসংস্থাও আজ সংবাদ মাধ্যমের নৈতিকতায় আঘাত আনছে।একই সাথে রাজনৈতিক সুবিধাভোগী শাসকরাও তাদের স্বার্থ বিরোধী হলেই সংবাদ মাধ্যম,সাংবাদিকদের আক্রমণের টার্গেট করছেন।ফলে এই অভাবনীয় এক সমস্যাদীর্ণ সময়ে নিউজফ্রন্ট তার পথ চলা শুরু করেছে।

পেশাগত নৈতিকতা নিয়ে পথ চলার অঙ্গীকারে সকলের সাহায্য সহযোগিতায় নিউজফ্রন্টের সফলতার দিশা।আমরা অঙ্গীকারবদ্ধ,সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুদায়িত্ব নিয়ে এগিয়ে চলবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here