মানুষের উৎসবে পরিণত করার চেষ্টায় সফল বহরমপুরের রথযাত্রা

0
195

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

ধর্ম-বর্ণ-জাতি’র উর্দ্ধে উঠে বহরমপুরের মধুপুর অঞ্চলের স্থানীয় মানুষের সহযোগীতায় সমস্ত ধর্মের মানুষের সহাবস্থানে রথযাত্রার আয়োজন করেন মধুপুর রাধামাধব মন্দিরের উদ‌্যোক্তারা। বিকেল চারটেই সমগ্র মধুপুর অঞ্চল রথ পরিক্রমা করে। উদ‌্যোক্তাদের মহতী উদ‌্যোগের পাশে দাঁড়ান স্থানীয় কাউন্সিলর স্বরুপ সাহা। তিনি সর্বতোভাবেই সাহায‌্যের হাত প্রসারিত করে আহ্বান রেখেছিলেন উদ‌্যোক্তাদের কাছে।

নিজস্ব চিত্র

উদ‌্যোক্তারাও পাশে পেয়ে খুশি স্বরুপবাবুকে। একইসঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সপ্তর্ষি সাহা,পৌরপিতা নীলরতন আঢ‌্য।রথ উপলক্ষ‌্যে রাস্তায় নেমেছিল বিশাল ঢল। কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়ের উৎসব নয়, বরং সব মানুষেরই সমাগমে সামাজিক উৎসবেই রুপ নিয়েছিল রথযাত্রা।

নিজস্ব চিত্র

উদ‌্যোক্তারাও এমনটিই চেয়েছিলেন, মানুষের ধর্মভাবনার উর্দ্ধে উঠে সমাজের সর্বস্তরের মানুষের রথযাত্রাতে যোগদান ও সহযোগীতা পেয়ে বিপুল আনন্দিত তারাও। উল্টোরথ শেষে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।সেখানেও এলাকার সব মানুষকেই আমন্ত্রণ জানিয়েছেন উদ‌্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here