নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাত পোহালেই শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার প্রায় ছ’শো জন ছাত্র-ছাত্রীদের হাতে পিজবোর্ড, পেন, ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম আলী।
তিনি বলেছেন বহু বছর ধরে আমি সমাজসেবকের কাজ করে চলছি। এইরকম দৃষ্টান্তমূলক কাজ এর আগেও আমি করেছি। সব সময় আমি ছাত্র-ছাত্রীদের, অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকতে ভালোবাসি। আমি অঙ্গীকারবদ্ধ এই সমস্ত কাজ করতে পেরে।
আরও পড়ুনঃ ‘স্বাস্থ্য সাথী প্রকল্পে’ পুনরায় নাম নথিভুক্তের কাজ শুরু ব্লক অফিসে
এ নিয়ে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, রাত পোহালে উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই এইরকম প্রয়াস আমরা আগে কোনদিনও পাই নি। তবে আমরা খুবই খুশি এবং এই পিচবোর্ড ও পেন দিয়েই কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব।
এছাড়াও তারা বলেছে, এইভাবে আমাদের দিকে এইরকম ব্যক্তিরা উৎসাহ যদি দেন আগামী দিনে আমরা আরও বড় হতে পারবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584