ট্যাবাগেড়িয়া ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে মিছিল

0
67

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া ফেরিঘাটে সেতুর দাবি যেন এক প্রবাহ মান ইতিহাস। স্বাধীনতার পরবর্তী সময়টা ১৯৭২, ডেবরার মূল জনস্রোত থেকে বিচ্ছিন্ন ডেবরা ব্লকের ১,২,৭,৮ চারটি অঞ্চল সহ ডেবরা ব্লকের সমস্থ মানুষ গোটা ডেবরা ব্লক পদযাত্রা করে সেতুর দাবি নিয়ে আন্দোলনের শুরু করে।

Rally | newsfront.co
নিজস্ব চিত্র

তৎকালীন ডেবরা বিধান সভার বিধায়ক রবিন্দ্রনাথ বেরা ট্যাবাগেড়িয়া সেতুর জন্য রাজ্য সরকারের কাছ থেকে অর্থের অনুমোদন পেলেও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এরপর দীর্ঘ দশকের পর দশক গড়িয়েছে অনেক জল, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সেতু নির্মাণের দাবি সরকারের কাছে পোঁছে দিয়েছে জনগন।

Road show | newsfront.co
নিজস্ব চিত্র

অবশেষে ২০১৮ সালে ৫ আগস্ট ডেবরা ব্লক এর ১নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সমাজসেবী গৌতম মাজি ৪টি গ্রাম পঞ্চায়েত এর অবহেলিত সাধারন মানুষকে সঙ্গে নিয়ে একটি অরাজনৈতিক দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ তৈরি করে স্থায়ী সেতু নির্মাণের জন্য আন্দোলন সংগঠিত করেন।

আরও পড়ুনঃ বাইক চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ, শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি

এই মঞ্চের উদ্যোক্তা সঞ্জয় গোস্বামী, সুজিত পারিয়াল, অরবিন্দ সাউট্যা, কেশব চক্রবর্তী , পুলকেশ কুইঁতি দের সংঙ্গে হাজার হাজার বঞ্চিত দ্বীপান্তরবাসী কখনও ডেবরা বিডিও অফিসে, কখনও পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদ এ, কখনও পশ্চিম মেদিনীপুর জেলার ডিএমের কাছে দরবার করেছে। এমনকি ডেবরাতে সারাদিনব্যাপী জাতীয় সড়ক অবরোধ করেও দাবি আদায়ে ব্যার্থ হয়েছে।

আরও পড়ুনঃ ডেউচা – পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করল বীরভূম জেলা প্রশাসন

শনিবার ডেবরা চৌরাস্তার মোড়ে প্রায় ৫ হাজার মানুষ সমবেত হয়ে মিছিল করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সেতুর দাবী তুলেন। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, “আমরা স্বাধীনতার পরে কমবেশী ৪২ টি নির্বাচনে অংশ গ্রহন করেছি, প্রতিটি নির্বাচনের আগে সব নেতারাই প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে সেতু নির্মাণ করে দেবেন।

নির্বাচন পেরিয়ে যায়, সরকারের সিংহাসন সাজিয়ে দেয় এই দ্বীপান্তর বাসী সেতু আর হয় না। আজকে কয়েক লক্ষ দ্বীপান্তর বাসী জোট বদ্ধ, পারাপারের নামে আর টাকা লুঠ করতে দেবনা ডেবরা পঞ্চায়েত সমিতিকে। একটাই কথা ২০২১-এ বিধানসভা ভোটের আগে সেতুর কাজ না শুরু হোলে ডেবরা বিধান সভার মানুষ আর কোনও ভোটে অংশগ্রহন করবে না। জেলা সফরের আগে মুখ্যমন্ত্রীকে আমাদের একটাই বার্তা বলে ওই সংগঠনের পক্ষ থেকে গৌতম মাজি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here