শুভেন্দুর অনুগামী হওয়ার খেসারত দিতে হল মুর্শিদাবাদের সভাধিপতিকে, তোলা হল মোশারফের নিরাপত্তারক্ষী

0
364

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক জমি দিতে গিয়ে চরম আক্রমণের মুখোমুখি হতে চলেছেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। তিনদিন আগেই শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে নিয়ে এসে তৃণমূলের ব্যানার ছাড়াই দলীয় নেতার স্মরণসভা করেছিল মোশারফ। তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি।

Suvendu Adhikari | newsfront.co
প্রয়াত নেতার স্মরণসভায় শুভেন্দু অধিকারী ও মোশারফ হোসেন। ফাইল চিত্র

মঙ্গলবার সভাধিপতি হিসেবে যে দুজন সরকারী নিরাপত্তারক্ষী পেতেন তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সভাধিপতি জানিয়েছেন তার দুজন নিরাপত্তা কর্মীকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

Suvendu's poster | newsfront.co
জেলা জুড়ে টাঙানো রয়েছে এমনই সব হোর্ডিং। নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীকে নিয়ে গত ৮ই নভেম্বর খড়গ্রামে প্রয়াত জেলাপরিষদের কর্মাধ্যক্ষের স্মরণ সভা করতে গিয়ে যে দল তথা সরকারের রোষের মুখে পড়েছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে তিনি যে কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না তা এখনও পর্যন্ত জোড় গলায় বলছেন।

Poster | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলতে দেওয়া যাবে না! ডোমকলে হুংকার সিদ্দিকুল্লাহ’র

মঙ্গলবার দিনভোর কলকাতায় গিয়ে দফায় দফায় রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ। কীভাবে সভাধিপতিকে মোকাবিলা করা হবে সেই বৈঠকে তার নীলনকশা তৈরী হয়। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে সভাধিপতির আর্থিক ক্ষমতা সিজ্ করা হচ্ছে।

এরপর থেকে জেলা শাসকই জেলা পরিষদের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন। প্রয়োজনে রাজ্য সরকার জেলা পরিষদ পরিচালনের জন্য একটি টিম তৈরী করে দিতে পারে। কোন সরকারী আধিকারিক যাতে সভাধিপতির সাথে সহযোগিতা না করেন তার গোপন মৌখিক নির্দেশ নবান্ন থেকে পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদে।

আরও পড়ুনঃ নাম না করে নন্দীগ্রামের সভায় শুভেন্দুকে আক্রমণ ফিরহাদের

এছাড়াও সভাধিপতির বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলি কিভাবে সভাধিপতির বিরুদ্ধে কাজে লাগানো যায় তারও আইনি পরামর্শ নিয়ে দিনভোর দফায় দফায় আলোচনা চলে।

এছাড়াও সভাধিপতিকে ঘিরে যে সমস্ত আর্থিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ উঠেছে সেগুলিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে তৃণমূল সূত্রে খবর, চারদিক থেকে কার্যত সাঁড়াশি আক্রমণের মুখোমুখি করে সভাধিপতিকে পদত্যাগ করতে বাধ্য করানোর চেষ্টা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here