নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
শহরের যত্র ঘুরে বেড়াচ্ছে শূকর।মানুষ এখনও শৌচকর্ম সারছেন খোলা মাঠ বা পুকুরের পাড়ে।নিজের চোখে এই ঘটনা দেখে বিস্মিত জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।এই ঘটনা দ্রুত বন্ধ করতে বাঁকুড়া পৌরসভাকে নির্দেশ দিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল সহ জেলা ও পৌরসভার আধিকারিকদের নিয়ে শহরের লোকপুর এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।সেখানে পৌঁছে তাঁর নজরে পড়ে অবাধে ঘুরে বেড়ানো শূকর থেকে খোলা মাঠে প্রাতঃকৃত্য সারতে আসা মানুষদের। জেলাশাসক হিসেবে এই জেলায় ডাঃ উমাশঙ্কর এস এই জেলায় আসার পর অবাধে শূকর ঘুরে বেড়ানো ও যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধের নির্দেশ দেন।তারপরেও এই ঘটনায় বিস্মিত তিনি।পৌরসভার দায়িত্বশীল ভূমিকা নিয়েই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: একদিকে সম্প্রীতির বার্তা,আর দিকে রথযাত্রা সরগরম মাদারিহাট বীরপাড়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584