প্লাস্টিক বাঁধাকপির আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে

0
157

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্লাস্টিক বাঁধা কপির আতঙ্ক এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনায়।সকালে চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট থেকে একটি বড় সাইজের বাঁধাকপি কিনে আনেন চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুজিত রানার বড় ছেলে সুকান্ত রানা।

এই সেই বাঁধাকপি। নিজস্ব চিত্র

সুজিতবাবুর বৌমা মান্তু রানা ওই বাঁধাকপি কাটতে গেলে সন্দেহ হয়।এতেই বাড়ে কৌতুহল এবং শুরু করেন নিজেরাই পরীক্ষা নিরীক্ষা।ওই কপিটি পুড়াতে গেলে কোনও মতেই পোড়েনা।টানলেই বাড়ছে আর এতেই আতঙ্কিত পরিবার।বাজার থেকে চড়া দামে মিলছে এখন বাঁধাকপি।

প্লাস্টিক বাঁধাকপি।নিজস্ব চিত্র

তা সত্বেও হাত পুড়িয়ে মধ্যবিত্ত এই পরিবারটি আজকের আহারে বাঁধাকপির স্বাদ করলেও তা আর মিটলো না উপরি পাওনা খাবারে আতঙ্কে।এরকমই ঘটনা দেখা গেলো রানা পরিবারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here