নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল আলুয়াবাড়ি রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের দেওয়াল। শুক্রবার সকালে ষ্টেশনের একাংশ বৃষ্টিতে ভেঙে যায়। পরে তা মেরামত করা হয়। কিন্তু শনিবার ভোরে ষ্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মের দেওয়াল ভেঙে যায়। লকডাউনের কারণে রেল চলাচল বন্ধ থাকার কারণে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
স্টেশন ম্যানেজারের দাবি, প্রাচীরের নীচে ইঁদুরের গর্ত হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। দূর্ঘটনার সময় লোক সমাগম না থাকায় কোনও হতাহতের খবর নেই। ষ্টেশন ম্যানেজার এস কে তেওয়াড়ি জানিয়েছেন, প্রাচীরের নীচ থেকে ইঁদুর মাটি সরিয়ে নিয়েছে। সেই জায়গায় বৃষ্টির জল ঢুকে পড়ায় প্রাচীরটি পড়ে গিয়েছে। প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রেল আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মার্কেটে পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন
স্থানীয় বাসিন্দা বিকাশ দাস জানিয়েছেন, ‘১৯৮৯ সালে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল। রেল দফতরের চূড়ান্ত গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে। ট্রেন চলাচল না করার জন্য বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584