কেমিষ্ট্রি নিয়ে কবিতা লেখা অর্চিষ্মান বিজ্ঞান মেধা পরীক্ষায় পর পর দু’বারের প্রথম

0
896

নিজস্ব প্রতবেদন,খড়গপুরঃ

poetry about chemisty written by achioman
নিজস্ব চিত্র

অর্গানাইজেশন ফর দ্য-কাল্টিভেশন অফ সায়েন্স এর টেস্ট ফর সায়েন্টিফিক টেস্ট নামক বিজ্ঞান ভিত্তিক মেধা পরীক্ষায় ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করার নিদর্শন দেখালো খড়্গপুরের সেন্ট অ্যাগনেস স্কুলের ছাত্র অর্চিষ্মান নন্দী।২০১৭ সালের পঞ্চম শ্রেনীর এবং ২০১৮ সালের ষষ্ঠ শ্রেনীর ইংরেজী মাধ্যমের টেষ্ট ফর সায়েন্টফিক টেষ্ট পরীক্ষায় পরপর দুবার প্রথম হয়েছে অর্চিষ্মান। বিজ্ঞানের অ-আ-ক-খ অর্চিষ্মান ক্রমাগত আয়ত্ত করেছে তার আই-আই-টি খড়্গপুরের প্রাক্তনী রসায়নের স্নাতকোত্তর দাদু বঙ্কিমবিহারী মাইতির কাছ থেকে । অর্চিষ্মানের বিজ্ঞান মেধা পরীক্ষার এই ধারাবাহিক সাফল্য গর্বিত করেছে তার মা – অনিন্দিতা মাইতি নন্দী ,বাবা- মিঠুন নন্দী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আত্মীয় পরিজনদের। ও.সি.এস এর বার্ষিক জার্নাল প্রতিফলন ২০১৮ তে প্রকাশিত হয়েছে অর্চিষ্মানের রসায়নকে নিয়ে লেখা ইংরেজী কবিতা কেমিষ্ট্রি-দ্যা অ্যাপেল আই অফ সায়েন্স । বৈতার মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সভাগৃহে গত ২৯শে ডিসেম্বর ও.সি.এস তাদের বার্ষিক সেমিনার ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অর্চিষ্মানকে পুরষ্কার প্রদান করেছে তার মেধা প্রদর্শনের জন্য।ক্রিকেট পাগল এবং বিরাট কোহলির ভক্ত অর্চিষ্মান ২০১৯ সালের সপ্তম শ্রেনীর ও.সি.এস এর টি.এস.টি পরীক্ষায় ভালো ফল করার এবং প্রথম এর হ্যাট্রিক করার জন্য মূলত বিজ্ঞান কেন্দ্রিক পড়াশোনার নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

poetry about chemisty written by achioman
অর্চিষ্মানের লেখা কবিতা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: হাতির ভয়ে আতঙ্কিত চাষীরা,বনদফতর দিয়েছে শুধুই সতর্কবার্তা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here