মনিরুল হক, কোচবিহারঃ
ধারাবাহিক গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। রবিবার শীতলখুচি থানার অন্তর্গত পূর্বভোগ ডাবরি ও তৎসংলগ্ন মাঘপালার কিছুটা অংশ জুড়ে প্রায় ২০০ বিঘা অবৈধ গাঁজা চাষ ধ্বংস করল পুলিশ।
এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, সিআই প্রণব সাউ, মাথাভাঙা থানার আইসি প্রদীপ সরকার, শীতলখুচি থানার ওসি কাজল সরকার প্রমুখ।
এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের কয়েকজন আধিকারিক সহ অন্যান্য পুলিশকর্মীরা শীতলখুচি থানার অন্তর্গত পূর্বভোগ ডাবরী ও মাঘপালা এলাকায় গিয়ে অবৈধ গাঁজা চাষ ধ্বংস করতে অভিযানে নামে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২০০ বিঘা ঘাস জমিতে অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছিল। অবৈধ গাঁজা চাষ বন্ধ করতেই আজকের এই অভিযান। প্রথমে গাঁজা গাছ গুলোকে কেটে ফেলা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। শেষে গাঁজা চাষ করা জমি গুলোকে ট্রাক্টর দিয়ে চাষ করে শিকড় সমেত উপড়ে ফেলা হয়।
পুলিশ সূত্রে খবর, অবৈধ গাঁজা চাষের সঙ্গে কারা যুক্ত আছে সেই সম্পর্কে তদন্ত চলছে। আরো জানা যায় গাঁজা চাষ বন্ধে ধারাবাহিক অভিযান চালাবে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584