লেন ভেঙে ঢুকছে গাড়ি,নেই পুলিশী নজরদারি

0
45

সুদীপ পাল,বর্ধমানঃ

police don't protect vehicle
নিজস্ব চিত্র

রাস্তায় ডিভাইডার আছে। ডিভাইডারের মাঝে ফাঁক অংশ আছে অল্প। ড্রাইভাররা তাঁদের হাতের কেরামতি দেখিয়ে সেই ছোট্ট ফাঁকা অংশ দিয়ে ঢুকে পড়ছেন অপর লেনে। আর তার জেরেই ঘটছে দুর্ঘটনা। জাতীয় সড়ক ২ নং এই পরিস্থিতি প্রায়ই চোখে পড়ছে এলাকাবাসীর।গলসীর বাসিন্দাদের অভিযোগ এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে অপর লেনের ড্রাইভার এবং স্থানীয় মানুষদের।

আরও পড়ুনঃ ২২ স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি

কলকাতা এবং আসানসোল দুটি আলাদা লেন বর্তমান।তবুও বুদবুদ থেকে বর্ধমানের রাস্তায় ডিভাইডারের ফাঁক দিয়ে গলে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছেন অনেকেই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দায়িত্বজ্ঞানহীন কয়েকজন চালকের জন্য বারবার দুর্ঘটনা ঘটছে।যদি পুলিশি নজরদারি আরও বাড়ানো যায় তবে এই প্রবনতা কমবে বলে মত গলসীর বাসিন্দা আসফারউদ্দিন সেখ-এর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here