মনিরুল হক, কোচবিহারঃ
৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহার জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। এদিন কোচবিহার শহরের রাজবাড়ি ও মদনমোহন মন্দির চত্বরে মেটাল ডিটেক্টর দিয়ে যেমন চেকিং শুরু হয়েছে, তেমনি ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী।
নিরাপত্তা বাড়ানো হয়েছে অসম-বাংলা সীমান্তেও।টহলদারি চালানো হচ্ছে রেল স্টেশন গুলোতেও।
ডিআইবির কোচবিহার সদর এলাকার এক অফিসার তাপস ঘোষ বলেন, “১৫ই আগস্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শহরের বিশেষ বিশেষ স্থান গুলোতে তল্লাশি চালানো হচ্ছে। যাতে দুষ্কৃতীরা কোন ধরনের অপরাধ মূলক কাজ না করতে পারে।”
এক সময় কেএলও জঙ্গিদের নাশকতা মূলক কাজের জন্য প্রত্যেক বছর ১৫ই আগস্ট সহ বিশেষ দিন গুলোতে ব্যাপক ভাবে সজাগ থাকতে হত পুলিশ প্রশাসনকে। এখন আর সেভাবে কেএলও জঙ্গি নেই। তবু কোন ভাবেই নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। এছাড়াও জেলার মেখলিগঞ্জ থেকে তুফানগঞ্জ পর্যন্ত বিশাল এলাকায় ভারত- বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই সীমান্তকে ব্যবহার করেও দেশ বিরোধী জঙ্গি সংগঠন গুলোকেও সন্দেহের বাইরে রাখতে চাইছেন না নিরাপত্তা কর্মীরা।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় নাকা চেকিং
তাই সীমান্ত এলাকা গুলোতেও বিএসএফ ব্যাপক নজরদারি চালিয়ে যাচ্ছে। অসম সহ পূর্ব ভারতের জঙ্গি সংগঠন গুলোকে নিয়েও ১৫ই আগস্ট সহ বিভিন্ন বিশেষ দিনে উদ্বেগ থাকে নিরাপত্তা কর্মীদের। আর তাই অসম–বাংলা সীমান্তেও নজরদারি বাড়ানো হয়ে থাকে। এবার করোনা পরিস্থিতির মধ্যে ব্যস্ত পুলিশ প্রশাসন নিরাপত্তা নিয়ে কতটা তৎপর থাকতে পারবে, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল। কিন্তু করোনার পাশাপাশি ১৫ই আগস্টের নিরাপত্তা নিয়েও পুলিশ প্রশাসনের তৎপরতা অনেকটাই তুঙ্গে বলে নজরে পড়ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584