গ্রামে পাকা রাস্তা নির্মাণ নিয়েও রাজনৈতিক তরজা

0
61

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ বিজেপি সর্মথকদের।ইটের রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল শতাধিক সর্মথক।নামখানা ব্লকের নারায়নপুর গ্রামপঞ্চায়েতের নান্দাভাঙার ২৪৪ নং বুথের ঘটনা।স্বাধীনতার পর দক্ষিণ সুন্দরবনের নান্দাভাঙা আজও অনুন্নয়নে ভরা।

politic in preparing new road | newsfront.co
বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা।নিজস্ব চিত্র

ইটের হাড় বেরকরা রাস্তা আজও বিরাজমান গ্রামে।ক্ষমতায় আসলে নান্দাভাঙা গ্রামের রাস্তা উন্নয়নের ডাক দেয় তৃণমূল।নারায়নপুর পঞ্চায়েতের মধ্যে দিয়ে পায় ইটের রাস্তা।কিন্তু সংস্করনের আভাবে হাড় বেড়িয়েছে নান্দাভাঙার ইটের রাস্তায়।

চম্পা বৈরাগী,নারায়পুর পঞ্চায়েত প্রধান।নিজস্ব চিত্র

ডবল সোলিং রাস্তার দাবি তুলে ২০১৮ থেকে শুরু হয় কাজ।মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীন নিশ্চয়তা প্রকল্পের ৩ লক্ষ ৩৩ হাজার ৯৪২ টাকা দিয়ে শুরু হয় কাজ।

bjp leader | newsfront.co
সুশীল কুমার ঘরুই,বিজেপি নেতা।নিজস্ব চিত্র

১৯৪৮ মিটার ইটের রাস্তা হবে ডবল সোলিং এর ইটের রাস্তা। ২৪৪ নং বুথের ১৯৪৮ মিটারের মধ্যে ইটের ডবল সোলিং বাকি থাকে ১৬০ মিটার রাস্তা।

আরও পড়ুনঃ মসজিদে বিজেপির পতাকা, উঠছে রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন

নিজস্ব চিত্র

বিক্ষোভ কারিদের অভিযোগ রাস্তা নির্মানের সময় ঋষিকান্ত মন্ডলের বাড়ি থেকে বাদল সাউয়ের বাড়ি রাস্তা ১৬০ মিটার রাস্তা কাজের জন্য রাখা ইট তুলে দেওয়া হয়।

protest | newsfront.co
সুচিত্রা মাইতি বিক্ষোভকারি।নিজস্ব চিত্র

গ্রামবাসিদের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ তোলে নারায়নপুর গ্রামপঞ্চায়েতের প্রধান চম্পা বৈরাগী।তারপর থেকে বন্ধ কাজ।মেঠো রাস্তায় গ্রামের মানুষদের বৃষ্টির জলে প্যাচ প্যাচে কাদায় হাঁটতে হয়,ছাত্রদের স্কুলে যেতে হয়।

কাবেরী গিরি,নির্দল সদস্যা।নিজস্ব চিত্র

বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামসভার সদস্যা কাবেরী গিরি পঞ্চায়েতে গেলে তাকে এরিয়ে যায় বলে অভিযোগ।বিক্ষোভকারীদের দাবি প্রধান ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ধীরেন কুমার পাত্রের নেতৃত্বে ইট চুরি কেসে ফাঁসাই গ্রামবাসিদের।

বিজেপির দাবি বিজেপি করার দরুন রাস্তা অসম্পূর্ন রেখেছে।তারপর থেকে বন্ধ রাস্তার কাজ।গ্রামবাসিদের সঙ্গে সমাধান করে সুব্যবস্থার প্রত্যাশা নারায়নপুর পঞ্চায়েত প্রধান চম্পা বৈরাগির।প্রধান ও গ্রামবাসিদের সংঘাতে আদৌ কি নাদাভাঙার মাটির রাস্তা ইটের রাস্তা রুপ নেবে! তা সময়ই বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here