গুলি করে হত্যা আলিপুরদুয়ারে, মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক তরজা

0
43

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার গুলি কাণ্ড ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। গতকাল রাত ১০.৩০ টা নাগাদ আলিপুরদুয়ার শহরের অরবিন্দ নগড় এলাকায় এক যুবককে গুলি করে হত‍্যা করে তারই এক নিকট আত্মীয়।

political conflict in murder case in alipurduar | newsfront.co
ঘটনাস্থল। নিজস্ব চিত্র

ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির কর্মী বলে জানান আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। এদিকে পুলিশ সুপারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ।

political conflict in murder case in alipurduar | newsfront.co
আলোচনা। নিজস্ব চিত্র

গতকাল রাতের গুলি ঘটনার পর শুক্রবার আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, যে গুলি করেছে সে বিজেপির নেতা। সে এক আত্মীয়কে বাড়িতে ডেকে আনেন। জমি নিয়ে সমস্যা ছিল তাদের মধ্যে। কিছু উত্তেজক কথাবার্তার পর তাকে গুলি করে ওই ব্যক্তি।

political conflict in murder case in alipurduar | newsfront.co
বিজেপির জেলা সভাপতি, গঙ্গাপ্রসাদ শর্মা। নিজস্ব চিত্র

মৃত ব্যক্তির নাম বাপি পন্ডিত। একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস থেকে গুলি করা হয়েছিল তাকে। বর্তমানে অস্ত্রটি সীজ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি কার্তুজ। সূত্রের খবর, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিন্তু মূল অভিযুক্ত পলাতক।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার শহরে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

police super | newsfront.co
আলিপুরদুয়ারের পুলিশ সুপার, নগেন্দ্রনাথ ত্রিপাঠি। নিজস্ব চিত্র

শেষ পাওয়া খবরে জানা গেছে, এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন যে, আমি জেলা সভাপতি বলছি। উনি বিজেপির কোনও দায়িত্বে নেই। পুলিশসুপার রাজনৈতিক মন্তব্য করছেন। ওনার প্রশাসন দেখার কথা।আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে আমি আইনি নোটিশ পাঠাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here