নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার গুলি কাণ্ড ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। গতকাল রাত ১০.৩০ টা নাগাদ আলিপুরদুয়ার শহরের অরবিন্দ নগড় এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে তারই এক নিকট আত্মীয়।
ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির কর্মী বলে জানান আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। এদিকে পুলিশ সুপারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ।
গতকাল রাতের গুলি ঘটনার পর শুক্রবার আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, যে গুলি করেছে সে বিজেপির নেতা। সে এক আত্মীয়কে বাড়িতে ডেকে আনেন। জমি নিয়ে সমস্যা ছিল তাদের মধ্যে। কিছু উত্তেজক কথাবার্তার পর তাকে গুলি করে ওই ব্যক্তি।
মৃত ব্যক্তির নাম বাপি পন্ডিত। একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস থেকে গুলি করা হয়েছিল তাকে। বর্তমানে অস্ত্রটি সীজ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি কার্তুজ। সূত্রের খবর, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিন্তু মূল অভিযুক্ত পলাতক।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার শহরে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
শেষ পাওয়া খবরে জানা গেছে, এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন যে, আমি জেলা সভাপতি বলছি। উনি বিজেপির কোনও দায়িত্বে নেই। পুলিশসুপার রাজনৈতিক মন্তব্য করছেন। ওনার প্রশাসন দেখার কথা।আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে আমি আইনি নোটিশ পাঠাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584