সুদীপ পাল, বর্ধমানঃ
পেঁয়াজের দাম অনেকদিন আগেই সেঞ্চুরি পার করেছে। এবার বর্ধমান জেলায় চড়ছে আলুর দাম। জ্যোতি আলু খুচরো বিক্রি হচ্ছে ২৪-২৬ টাকা কেজি দরে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, আলুর জোগান তুলনামূলকভাবে কম। ফলে কালোবাজারি শুরু হয়েছে।
চাহিদা এবং জোগানের পার্থক্য থাকায় আলুর দরবার ছিল। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব থেকে আলু আমদানি শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের সাম্প্রতিক অশান্তিতে আলুর গাড়ি রাজ্যে ঢুকতে চাইছে না। দাম বাড়ছে আলুর।
আরও পড়ুনঃ হাতির সাথে সেলফি সেশন জাতীয় সড়কে
সূত্রের খবর, গত বছরে চাষিরা আলুর দাম পাননি। তার উপর এবার ঘূর্ণিঝড় বুলবুলের জেরে আলু চাষ পিছিয়ে গেছে। ফলে পরিস্থিতি এখন যা, তাতে কোনও ভাবেই আলুর দাম কমার ইঙ্গিত নেই। ওদিকে বুলবুলের প্রভাবে দেরি করে পোখরাজ আলুর চাষ হয়েছে। নতুন আলু যেগুলি এসেছে তা বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা দরে।
বাজার করতে আসা সাধারণ মানুষ বলছেন, পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ ছোঁয়া যাচ্ছে না। এবার যদি আলুর দাম বাড়ে তাহলে মানুষ খাবে কি?–প্রশ্ন উঠছে সব মহলে। যদিও বর্ধমানের প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। কালোবাজারিরা যাতে আলুর দাম বাড়াতে না পারে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584