শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ
মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বহরমপুরে সামাজিক ভাবে মাদক বর্জনের লক্ষ্যে, সমাজকে মাদকমুক্ত গড়ে তুলতে ‘বিশ্ব মাদক বিরোধী দিবস’ পালিত হল।বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শেষে পথ নাটিকার মধ্য দিয়ে। মাদক গ্রহনের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষত সমাজজীবনে বেড়েই চলেছে তা দূরীকরণে এই বিশাল মাদকবিরোধী সচেতনামূলক মিছিলের আয়োজন করা হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক দিব্যনারায়ন চট্টোপাধ্যায়, বহরমপুর ব্লক উন্নয়ন আধিকারিক রাখী পাল, অ্যাডিশনাল পুলিশ সুপার সহ নানা স্তরের পুলিশ ও প্রসাশনের কর্মকতা, সমাজসেবী ও বিদ্বজনেরা। মিছিলে অংশগ্রহণ করে নানাস্তরের স্কুল ছাত্রছাত্রী সহ এন সি সি ছাত্ররাও।
একই সাথে কন্ঠ ও পা মেলায় শহরের নানা স্তরের মানুষজন। মিছিল শেষে নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে দশ মিনিটের একটি পথনাটিকা ‘আর নয় ড্রাগ’ পরিবেশন করে মহালন্দির সামাজিক সংস্কৃতিক সংস্থা ‘আলোর ঠিকানা’ বহরমপুর থানা প্রাঙ্গনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584