নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অসংসদীয় শব্দ তালিকা প্রকাশের পরেই নয়া ফরমান, সংসদ চত্বরে কোনরকম বিক্ষোভ, ধর্ণা অনশন নয়। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যসভার সচিবালয়। আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ সচিবালয়ের একাধিক নিষেধাজ্ঞা জারি করা নিয়ে উত্তাল বিরোধী শিবির। রাজ্যসভার সচিব পিসি মুদি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন একথা।
আরও পড়ুনঃ সংসদে আর বলা যাবেনা দুর্নীতিগ্রস্ত , জুমলাজীবী বা নির্যাতন—অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ
ইতিমধ্যেই বাদল অধিবেশনের আগে সংসদে শব্দ ব্যবহারেও জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। লোকসভার সচিবালয় একগুচ্ছ শব্দতালিকা প্রকাশ করেছে যেগুলিকে বলা হয়েছে অসংসদীয় শব্দ; ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’র মতো শব্দ রয়েছে সে তালিকায়। এই ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস থেকে তৃণমূল সকলেরই বক্তব্য, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য যেসমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলিতেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। তাঁরা বলছেন আদতে বিরোধী কণ্ঠরোধ করাই সরকারের উদ্দেশ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584