নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত স্টেট ব্যাংকের আধিকারিকদের উদ্যোগে।স্টেট ব্যাংক অব্ ইন্ডিয়ার অফিসার্স এসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের উদ্যোগে সমাজ কল্যাণ কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুর সারদা আশ্রমে একটি কম্বল বিতরণ শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে আশ্রমের আবাসিক ২৬ জন আবাসিক ছাত্রীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আশ্রমের উপস্থিত থেকে প্রব্রজিকা বেদবতী ও প্রব্রজিকা সুলভা আশ্রমের লক্ষ্য, আদর্শ ও কর্মপরিধি হিসেবে উপস্থিত আধিকারিকদের অবহিত করেন।এই আশ্রমে অনেকটা ছোট বয়স থেকেই পিছিয়ে পড়া পরিবারের ছাত্রীরা আশ্রমে আসে।তারা এখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি স্বনির্ভরতার শিক্ষা লাভ করে।অনুষ্ঠানে ব্যাংকের অফিসার্স এসোসিয়েশনের পক্ষে হাওড়া মডিউলের চীফ রিজিওন্যাল সেক্রেটারি ইন্দ্রনীল পাইন, মেদিনীপুরের রিজিওন্যাল সেক্রেটারি অনিন্দ্য দাস, মেদিনীপুরের রিজিওন্যাল ম্যানেজার ধীরজ কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসার্স এসোসিয়েশনের হাওড়া অ্যাডমিনিস্ট্রেটিভ জোনাল কমিটির পক্ষ থেকে আগামী দিনে আশ্রমের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। আগামীদিনে আবাসিকের জন্য কয়েকটি সিলিং ফ্যান ও আলমারি দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুনঃ পরীক্ষা শেষে শিক্ষকদের উদ্যোগে পতুলনাচের মাধ্যমে শিক্ষা লাভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584