নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
‘অজানা কে জানার, অদেখা কে দেখার’ লক্ষ্য নিয়ে সম্প্রতি দাঁতন থেকে প্রকাশিত হল পশ্চিম মেদিনীপুরের একমাত্র কুইজ-কেন্দ্রীক ত্রৈমাসিক পত্রিকা ‘কুইজ টাইম’-এর বর্ষাকালীন সংখ্যা। পত্রিকাটি এবার দ্বিতীয় বছরে পদার্পন করলো।
আকর্ষনীয় প্রচ্ছদকাহিনীতে রয়েছে বিলুপ্তপ্রায় বাজাউ উপজাতির কথা ; যাদের কোন দেশ নেই সমুদ্রেই মাচার মত ঘর বেঁধে থাকে ; যারা সমুদ্রের তলায় ডুবে থাকার অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে মালয় সাগরের কোলেই লিখে রাখে নিজেদের জন্ম -মৃত্যু কাহিনী ।
‘কুইজ-টাইম’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা আঞ্চলিক ইতিহাসের বিশিষ্ট গবেষক সন্তু জানা-র কথায় , দিকভ্রষ্ট সমাজের তরুণব্রিগেডকে সঙ্গে নিয়ে জ্ঞানসাগরের অতলে ডুব দিয়ে মণিমানিক্য খুঁজে আনাই হল এই পত্রিকার প্রকৃত লক্ষ্য।
পত্রিকার নবনির্বাচিত সম্পাদক মন্ডলীতে তাই রূপময় চ্যাটার্জী ঝন্টু দাস পবিত্র পাত্র ক্যামেলিয়া নাদ সৌমেন পাত্র-দের মত এক ঝাঁক তরুণ মুখ। রূপময় চ্যাটার্জী-র মত তরুণরা বলছেন, ‘আমাদের প্রত্যাশা এই পত্রিকার সমস্ত তথ্যাদি আট থেকে আশি সকল মানুষের জ্ঞান সমৃদ্ধি ঘটাবেই।
আরও পড়ুনঃ মেদিনীপুরে ‘এক আকাশ’ এর আত্মপ্রকাশ
পত্রিকা প্রকাশ উপলক্ষ্যে একটি আন্ত-বিদ্যালয় কুইজ প্রতিযোগীতার আয়োজনও করা হয়। দূর-দূরান্ত থেকে ছুটে আসে কুইজ প্রেমী তরুণরা।
ফাইনালে ওঠে ১০ টি স্কুল দল। কুইজ পরিচালনা করেন রণদীপ গিরি রণি কর্মকার দেবার্ঘ্য ঘোষ সঞ্জয় রানা লিজা ঘটকের মত ‘কুইজ-টাইম’-এর তরুণ সদস্যবৃন্দ।
দুটি রাউন্ড সঞ্চালনা করেন ‘দাদাগিরি’ খ্যাত শান্তনু ভট্টাচার্য এবং বিশেষ অতিথি অনল চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584