মনিরুল হক,কোচবিহারঃ
দিনহাটা পুলিশের উদ্যোগে দিনহাটায় প্রকাশিত হলো গাইড ম্যাপ।দিনহাটা শহরের ব্যস্ততম পাঁচ মাথার মোড়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশিত হয়।এই গাউড ম্যাপ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বিধায়ক উদয়ন গুহ,কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা,জেলা পুলিশ সুপার ড: ভোলানাথ পান্ডে, দিনহাটার মহকুমা শাসক পীযূষ গোস্বামী, দিনহাটা মহিলা থানার ও সি সোনম মাহেশ্বরী, দিনহাটা থানার ট্রাফিক ওসি সুকৃতি তামাং,দুই কাউন্সিলার অসীম নন্দী,সহ আরও অনেকে।
এদিনের গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,উৎসবের দিন গুলি সুন্দর ও ভালো কাটুক সকলের এই বলে শুভেচ্ছা জানান।পাশাপাশি তিনি বলেন পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে মানুষ কে নিরাপত্তা দিতে গাইড ম্যাপ থেকে শুরু করে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে বলেন আনন্দের এই দিনগুলিতে কারো যেন কোনো অসুবিধে না হয় সেজন্য পুলিশ প্রশাসন তাদের সঙ্গে থাকবে। এদিন এই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে পুজোর ভিড়ে শিশুরাও যাতে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে শিশুদের জন্য চাউল্ড কার্ড এদিন কয়েক জনের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে তিনি বলেন,পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে দিনহাটার বিভিন্ন রাস্তায় পুজোর ক’দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
শারদীয়ার় পুজোর দিনগুলোতে দর্শনার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে পুলিশের পক্ষ থেকে এই পুজো গাইড বলে জানা গেছে।এদিকে পুলিশ প্রশাসন তরফ থেকে আই সি সঞ্জয় দত্ত জানান
পূজোর দিন গুলি দিনহাটার সবকটি রাস্তায় গভীর রাত পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের পুজোর গাইড লাইন উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584