নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ ঢের ভাল”— ফেসবুকে লিখছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। কিন্তু কার উদ্দেশ্যে? শুধু শুধুই কি লিখলেন কথাটা? নেট নাগরিক সব কিছুকে অত সহজ চোখে দেখে না। তারা রহস্য অনুসন্ধানী। আর রহস্য অনুসন্ধান করবে না-ই বা কেন?
সম্প্রতি, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই দেখা গেল, তাঁর ফোটোশ্যুটে ভালবাসার ইমোজি দিচ্ছেন নিখিল জৈন। আবার পরদিনই ত্রিধার ইনস্টা স্টোরিতে দেখা গেল বিবাহ-বিচ্ছেদ সম্পর্কিত এক দার্শনিক পোস্ট। যাতে ছাপার অক্ষরে লেখা- “বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ ঢের ভাল”। আর ব্যস, অমনি নড়েচড়ে বসল নেট দুনিয়া।…
আরও পড়ুনঃ ইন্ডাস্ট্রির তাবড়-তাবড় অভিনেতাদের সহ অভিনেতা আজ মাছ বিক্রেতা
এমনিতেই নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে সাংসদ-অভিনেত্রীর প্রাক্তন স্বামী নিখিল জৈনের প্রতি সহৃদয় হয়ে পড়েছে নেট নাগরিকবৃন্দ। নুসরতের দেওয়া বয়ানে ক্ষুব্ধ সকলে। নিখিলের প্রতি সহানুভূতি তাদের অপার।
এসবের মাঝেই উঠে এল আরেক অভিনেত্রীর নাম। তিনি ত্রিধা চৌধুরী। সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজে অভিনয়ের পর থেকেই মুম্বইতে নিজের পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ফাদার্স ডে-তে এক মরমী পোস্টে ভাসলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি
নিখিল জৈনের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় ইমোজি চালাচালিতে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে নেট দুনিয়া।
তাহলে কি সত্যিই নিখিল জৈনের সঙ্গে তাঁর বন্ধুত্ব অন্য সমীকরণ কষছে? সময়ে দেবে এর উত্তর।
নেটজনতার একাংশ নুসরতের উদ্দেশে লিখেছেন- “কেউ ফাঁকা থাকে না!”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584