নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রকাশ্য পুলিশি নির্যাতনে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের, তারপরেই প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েছিল নিউইয়র্ক৷ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিউইয়র্ক থেকে শুরু হয়ে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে যায় বিভিন্ন দেশে৷ ফ্লয়েড মারা যান গত ২৫ মে, মিনিয়াপোলিসে৷
বিক্ষোভ আন্দোলন চলার সময় বেরিয়ে আসে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেলরের নিহত হওয়ার খবর৷ ২৬ বছর বয়সি ব্রেওনাকে গত ১৩ মার্চ লুইসভিলের অ্যাপার্টমেন্টে ঢুকে গুলি করে হত্যা করে সাদা পোশাকের পুলিশ৷ ১৫ মে তার বাবা মামলা করেন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের উত্তাপ আরও বেড়ে যায়।
আরও পড়ুনঃ মার্কিন মুলুকে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনায় দুঃখপ্রকাশ হোয়াইট হাউসের
বিক্ষোভ আন্দোলন নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ভিডিওতে পুলিশের নিষ্ঠুরতার আরও অনেক প্রমাণ উঠে আসে৷ কিন্তু কর্তৃপক্ষ তখনও নিউইয়র্ক পুলিশের পাশেই থেকেছে৷ নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও অগাধ আস্থা প্রদর্শন করেন পুলিশের ওপর। তবে শুক্রবার প্রকাশিত ১১১ পৃষ্ঠার এক তদন্ত রিপোর্ট তিনি সম্পূর্ণ মেনে নিয়েছেন৷ সংবাদ সংস্থা রয়টার্স এমনটাই দাবি করেছে।
নিউইয়র্ক সিটির তদন্ত বিভাগের রিপোর্টে বলা হয়, ‘নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ফ্লয়েড হত্যার প্রতিবাদের বিক্ষোভের সময় জনতাকে ছত্রভঙ্গ করতে অপ্রয়োজনীয় জোর খাটিয়েছে এবং অতিরিক্ত জোর খাটানোর কারণে উত্তেজনা আরও বেড়েছে৷’
আরও পড়ুনঃ চাঁদের মাটি নিয়ে ফিরল চীনা মহাকাশযান
তদন্তকারীরা মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ প্রশিক্ষণের অভাবের কারণেই এমন আচরণ করেছে পুলিশ৷ বিক্ষোভ আন্দোলন চলার সময় পুলিশের পাশে থাকলেও তদন্ত রিপোর্ট প্রকাশের পর নিষ্ঠুরতার অভিযোগ মেনে নিয়েছেন ডি ব্লাসিও৷ এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের যে ভিন্নভাবে এবং আগের চেয়ে ভালোভাবে কাজ করতে হবে তা স্পষ্ট।“
আরও পড়ুনঃ কাবুলে ফের রকেট হামলা, নিহত ১
১১১ পৃষ্ঠার প্রতিবেদনে ভবিষ্যতে পুলিশের সংযত আচরণ সুনিশ্চিত করতে ২০টি পরামর্শ দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা৷প্রস্তাবগুলো মেনে নিয়ে এক বিবৃতিতে পুলিশ কমিশনার ডার্মট শেয়া-ও বলেছেন, “পুলিশের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার সময় যৌক্তিক এবং সুচিন্তিত এই ২০টি প্রস্তাব আমাদের সাহায্য করবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584