রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ

0
88

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  

রবিবার সকালে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। অতিথিদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দীপেশ দে।স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি গবেষক ড.শান্তনু পান্ডা।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক মানবিক প্রয়াস

উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড.সন্তোষ ঘোড়াই, চিত্রসমালোচক কবি সিদ্ধার্থ সাঁতরা, প্রাবন্ধিক শিক্ষক বুদ্ধদেব ভট্টাচার্য, সাহিত্যিক অচিন্ত্য নন্দী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রধান শিক্ষক ‘শিক্ষারত্ন’ স্বপন কুমার পইড়া, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল,কবি সৌমিত্র রায়,কার্যকরী সভাপতি ইন্দ্রদীপ সিনহা,কবি মৃত্যুঞ্জয় জানা,কবি অভিজিৎ দে, সমাজসেবী সৌমেন পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী বিশ্বজিৎ কুন্ডু, বাচিক শিল্পী রত্না দে, শিশুশিল্পী সায়নদীপ পান্ডা, কবি রাকেশ দাস , প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি কবিতা পাঠে অংশ নেন বাচিক শিল্পী রীতা বেরা। উল্লেখ্য বিগত নয় বছর ধরে মেদিনীপুর , কলকাতা ও হুগলি থেকে একযোগে প্রকাশিত হয়ে চলেছে।প্রতিবছর এই পত্রিকার নববর্ষ, শারদীয়া ও বইমেলা সংখ্যা প্রকাশিত হয়ে থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here