ভারতীয় দলের হেড স্যারের পদে আবেদন করলেন রাহুল

0
52

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

শেষ পর্যন্ত পাকাপোক্তভাবে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের জন্য আবেদনপত্র দাখিল করলেন রাহুল দ্রাবিড়। উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বর্তমান হেড কোচের কার্যকাল শেষ হচ্ছে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। বর্তমান এনসিএ ও ভারতীয় ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়। জাতীয় দলের কোচ নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র জমা করেন রাহুল।

Rahul Dravid appllied for head coach
রাহুল দ্রাবিড়

বিসিসিআই ভারতীয় জাতীয় পুরুষ দলের হেড কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের জন্য আগামী ২৬ অক্টোবরে আবেদন করার ডেডলাইন দিয়েছে। রবি শাস্ত্রীর কার্যকাল শেষ হচ্ছে। রবি শাস্ত্রীর সাথে ভারতীয় দলের বোলিং কোচ ভারত অর্জুন ও এস শ্রীধর কার্যকাল দুবাই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর শেষ হয়ে যাচ্ছে। বাকি দুটো বিভাগের জন্য বিসিসিআই আবেদন চেয়েছে।

রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে আবেদন পত্র দাখিল করেছেন এবং বর্তমানে তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমি ব্যাঙ্গালোর প্রধান কোচ হিসেবে কাজ করছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই দুবাইয়ে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বোর্ড সেক্রেটারি জয় শাহর সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন সাক্ষাৎ হয় রাহুল দ্রাবিড়ের এবং ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আলোচনা হয় বলে সূত্রের মাধ্যমে জানা যায়।

আরও পড়ুনঃ হাঁটু মুড়ে বসতে অস্বীকার, বাদ পড়লেন কুইন্টন ডি কক

অপরদিকে ভারতীয় দলের বোলিং কোচের জন্য পরেশ মামরে গত সোমবারই আবেদন পত্র দাখিল করেছেন। বোর্ড সভাপতির সৌরভ গাঙ্গুলী আগেই বলেছেন যে, ভারতীয় দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং এ বিষয়ে সময় রাহুল সময় চেয়েছিল। আবেদন করবে কিনা সেটা দেখার বিষয় ছিল। কিন্তু রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচের আবেদনপত্র দাখিল করলে সমস্ত জল্পনার অবসান হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here