প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান ও মহোৎসব অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংঘের তরফ থেকে সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেশি মানুষের সমাগমস্থলগুলি বন্ধ করে দেওয়ার সরকারি নির্দেশ মেনে এবছর ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আশ্রম কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথেও, আগাম সতর্কতা যাত্রীদের
শুধু বাৎসরিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়াই নয়। তাদের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে, রাজ্য সরকারের নির্দেশ মত সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে ভারত সেবাশ্রম সংঘের আবাসিক বিদ্যালয়গুলি থেকে পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাদের অভিভাবক অভিভাবিকারা। সারা দেশের সাথে সাথে করোনাকে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনও।
এ নিয়ে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ নিরঞ্জনানন্দজি মহারাজ জানিয়েছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় বেশি মানুষের জমায়েত স্থল বন্ধ করার নির্দেশ আসায় এ বছর ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল। আগামী ৩১ মার্চের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ছোট করে অনুষ্ঠান পালন করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584