নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জের রাড়িয়া গ্রামের বাসিন্দা ভিনরাজ্য থেকে ফিরে এসে গাছে মাচা তৈরি করে সেখানে নিজেই রান্না করে খাওয়ার ঘটনা জানাজানি হওয়ায়, সোমবার তাকে ত্রান পৌঁছে দিল রায়গঞ্জ ব্লক প্রশাসন। গ্রামে গিয়ে অজিত মণ্ডলের হাতে চাল-ডাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি।
হরিয়ানা থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে গ্রামে ফিরে বাড়িতে ঢুকতে পারেননি অজিতবাবু। তার জায়গা হয় স্থানীয় একটি গাছের মাচাতে। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে পরিবারের লোকজন অজিতের ধারে কাছে আসেননি। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুপ কর ওই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ান।
আরও পড়ুনঃ পুকুর কাটতেই বেরিয়ে এল হাজার বছরের পুরনো মূর্তি
চাল, ডাল, তেল, নুন ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অজিতের হাতে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, “অজিত মণ্ডলের কথা শোনার পর আমরা এখানে এসেছি। লকডাউনে অনেক জায়গায় ত্রাণ বিলি করেছি। কিন্তু এই ঘটনার কথা জানতাম না”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584