মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
রজনীকান্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেক জল্পনা হয়েছে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক দল গড়ার সাড়ে ছ’মাসের মধ্যে নিজের দলটাই তুলে দিলেন রজনীকান্ত। সোমবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার। বললেন, ‘‘বর্তমানে তো নয়ই, এমনকি ভবিষ্যতেও আমার রাজনীতিতে আসার পরিকল্পনা নেই।’’
উল্লেখ্য, কয়েক বছর আগেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রজনীকান্ত। তারপর অনুরাগীদের সঙ্গে কথা বলে তৈরি করেছিলেন ‘রজনী মাক্কাল মন্দ্রম।’ কিন্তু সেই দল নিয়ে সক্রিয় রাজনীতিতে কোনওদিনই নামেননি রজনী। এই বিষয়ে টালবাহানা বজায় রাখেন তিনি। এরপর অবশ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে সক্রিয়ভাবে রাজনীতিতে নামার কথা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে ভোটের আবহে পরিবর্তন সংঘে, বিজেপির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে অরুণ কুমার
গত ডিসেম্বরে ৭০ বছরের রজনীকান্ত আচমকাই অসুস্থ হয়ে পড়ায় এক পা এগিয়েও দু’পা পিছিয়ে আসেন থালাইভা। হাসপাতাল থেকে মুক্তি পেয়ে সক্রিয় রাজনীতিতে যোগদানের বিষয়টি পিছিয়ে দেন। এরপর থেকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নীরবই ছিলেন দক্ষিণী এই সুপারস্টার।
আরও পড়ুনঃ “দিলীপ কুমারকে ভয় পেতাম”, স্মৃতিচারণায় নাসিরুদ্দিন শাহ
গত ফেব্রুয়ারি মাসে কমল হাসনের সঙ্গে সাক্ষাতের পর রজনীকান্তকে নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে রাজনীতি সংক্রান্ত কোনও আলোচনা হয়নি বলেই তখন জানান রজনী। অবশেষে আজ, সোমবার রাজনীতিতে না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন রজনীকান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584