প্রয়াত মহীনের আরেক ঘোড়া রঞ্জন ঘোষাল

0
275

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

মহীনের আস্তাবল থেকে বিদায় নিলেন আরও এক ঘোড়া। ২০২০ সাল সত্যিই যে অভিশপ্ত, যতদিন যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই দুঃসংবাদেই ঘুম ভাঙ্গল রক মিউজিকের দুনিয়ার। প্রয়াত হলেন প্রথম স্বাধীন বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি’র এক অন্যতম সদস্য রঞ্জন ঘোষাল।

Ranjan Ghosal | newsfront.co
রঞ্জন ঘোষাল। ছবিঃ ফেসবুক

মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তবে শুধু সঙ্গীতের দুনিয়াতেই তাঁর বিচরণ ছিল এমনটা নয়, লেখক ও নাট্যব্যক্তিত্ব হিসাবেও তিনি সমাদৃত হয়েছেন। বেঙ্গালুরুতে স্ত্রী সঙ্গীতার গ্রুপ থ্রি নামে একটি থিয়েটার দলের সঙ্গে ইংরেজি নাটক পরিচালনা এবং পারফর্ম করতেন রঞ্জন ঘোষাল।

স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রের সঙ্গে বেঙ্গালুরুতেই স্থায়ীভাবে বসবাস করতেন রঞ্জন ঘোষাল। পরিবারসূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রঞ্জন ঘোষাল। হাইপ্রেসারের সমস্যা ছিল তাঁর।

আরও পড়ুনঃ সম্পত্তি বিক্রির কাজ শুরু করল বিএসএনএল

১৯৭৪ সালে সাত সদস্য মিলে তৈরি করেছিলেন প্রথম বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। শুরুতে নাম ছিল সপ্তর্ষি। ‘মহীনের ঘোড়াগুলি’র শক্ত খুঁটি ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। তবে সাত ঘোড়া না থাকলে কি রথ ঠিকভাবে চলতে পারে? নাহ্। কখনোই পারে না। তাই সকলের প্রিয় গৌতম চট্টোপাধ্যায় (মণি দা)-এর পাশাপাশি মহীনের অন্য ঘোড়া রঞ্জন ঘোষাল, তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস(বাপি) দাস, এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়-এর নাম চিরকাল বাংলা ব্যান্ডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এদিন মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য প্রদীপ চট্টোপাধ্যায় বন্ধুকে স্মরণ করে ফেসবুকে লেখেন, ‘একসাথে আরও কিছু কাজ করা বাকি ছিল! কত কী করার আছে বাকি….’ অন্যদিকে, মহীনের আরেক ঘোড়া তাপস(বাপি) দাস নিজের ফেসবুকে পরম প্রিয় বন্ধুকে স্মরণ করে লিখেছেন, “অনর্গল কথার আলপনা কেরানীদের সাথে মেসঘরে…. পরে হলুদ সাবমেরিনে শুরু পরিক্রমা….আকাশ বিহারী বিমানযিনে ছিল শুধু গতি… ক্ষতি ছিল না কিছুই বাহুল্য কথা বলার কেননা ট্রাম লরি টেম্পোরা তোমার কারণে থাকতো স্থবির…..ছবির মতো ছিল কিশোরীর কাঁধের এলোমেলো চুল…ভুল ছিল না কিছুই তবু ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, মিলিয়ে যায়, অন্ধকার নামে…নিশ্ছিদ্র শীতল নিশ্চিন্ত অন্ধকার….ভালোবাসা রঞ্জন।

আরও পড়ুনঃ প্রয়াত শোলে সিনেমার ‘সুরমা ভোপালি’ খ্যাত প্রবীণ অভিনেতা জগদীপ

সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক (১৯৭৭), অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি (১৯৭৯) এই তিন অ্যালবাম ভারতীয় রক মিউজিকের মাইলস্টোন। আশির দশকের গোড়ায় ব্যান্ড ছেড়ে নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়েন সকলে, তবে ১৯৯৫ সালে ফের মুক্তি পায় মহীনের ঘোড়াগুলির ‘আবার বছর কুড়ি পরে’। এই অ্যালবামেরই গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’, যা আজকের জেনারেশনের কাছেও ততটাই জনপ্রিয়।

আজ শিল্পী রঞ্জন ঘোষালের মৃত্যুতে শুধু বাংলা ব্যান্ডই নয় শোকাহত গোটা সঙ্গীত জগৎ। সব ছেড়ে ছুঁড়ে বহু দূরে সরে গেলেন আরেক ঘোড়া। এদিন যেন সত্যিই দরিয়ায় তুফান এসে নিয়ে গেল শিল্পীকে। এই সুরে বহুদূরে গিয়েও আজীবন বাংলা ব্যান্ডকে পথ দেখিয়ে যাবে মহীনের ঘোড়াগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here