নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাকে ঘিরে বালুরঘাটে প্রচারে আসলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন বোস।বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি সভাস্থল পরিদর্শন করেন ওই রাজ্য নেতা। জনসভাতে দেড় লক্ষ মানুষের সমাবেশ ঘটবে বলে দাবী রথীন বাবুর।
বিজেপি সূত্রে খবর, আগামী ৩ ফ্রেব্রুয়ারী বালুরঘাটের রেল স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।সেখানে রাজ্য নেতৃত্বর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ আসবেন।
আরও পড়ুনঃ ছাতনায় বিজেপির দলীয় কর্মসূচি
দিন কয়েক ধরেই এনিয়ে মাইকিং ও সোস্যাল মিডিয়াতে সহ ছোট ছোট সভার মধ্যে দিয়ে প্রচার চলছে। তবে তার থেকে খানিকটা এগিয়ে এবার বাড়ি বাড়ি প্রচারে নামলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গে আহ্বায়ক রথীন বোস।তিনি এদিন সকাল থেকে বালুরঘাট শহরের ১৪ নম্বর ওয়ার্ড সহ অনান্য বেশ কিছু ওয়ার্ডের বাড়ি বাড়ি যান। সঙ্গে ছিলেন বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সহ অনান্যরা।
সেখানে সকলের কাছে আবেদন করেন যোগী আদিত্যনাথের সভায় যোগদানের জন্য। এরপর বালুরঘাট রেল স্টেশন মাঠে গিয়ে সভাস্থল ও হেলিপ্যাড খতিয়ে দেখেন ওই রাজ্য নেতা।সঙ্গে ছিলেন জেলা সভাপতি সহ অনান্যরা।নেতা রথীন বোস বলেন, উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি বড় অংশের সমর্থক রয়েছে।এর আগের নির্বাচনগুলিতে লক্ষ্য করলেই দেখা যাবে।
এবার এই লোকসভা তাদের টার্গেটে।এখানে এবার আসছেন যোগী আদিত্যনাথ।তাদের আশা মালদহে অমিত শাহ জনসভার মত বালুরঘাটের জনসভা লক্ষাধিক মানুষের সমাগন হবে।জনসভা সার্থক করতে তিনি বাড়ি বাড়ি প্রচার করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584