সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বৃহস্পতিবার দুপুরে জলঙ্গী ব্লকের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সাদিখাঁন দেয়ার বিদ্যানিকেতনের উদ্যোগে ও শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে স্কুলের সমস্ত ভবনের পুনঃনির্মাণ সহ মেয়েদের জন্য এন সি সি প্রশিক্ষণ ও স্কুলের ওয়েব সাইট,সিসি ক্যামেরার শুভ উদ্বোধন হলো এদিন বিধায়ক আব্দুর রাজ্জাক,বিডিও শোভন দাস,ওসি সৌম্য দে,স্কুলের প্রাক্তন ছাত্র মহকুমা ফুড সাপ্লাই অফিসার,এস ই ও মোঃ ইকবাল হোসেন,স্কুলের সমস্ত শিক্ষক,ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ আহমেদ এছাড়া আরো অনেক বিশিষ্ঠ সমাজসেবী ব্যাক্তিদের উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনের ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে
তবে সকলের একটাই বক্তব্য যে আগামী দিনে জেলার রোল মডেল হবে সাদিখাঁন দেয়ার বিদ্যানিকেতন। এদিনের অতিথিদের গার্ড অফ অনার দেওয়া হয় স্কুলের এন সি সি বাহিনীদের পক্ষ থেকে।সকল কে পুষ্প ও উত্তরীয় সহ মনেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584